ভর্তির সকল তথ্য

একাদশ শ্রেণী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রয়োজনীয় তথ্য :

একাদশ শ্রেণী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রয়োজনীয় তথ্য :
অনলাইনে আবেদন করতে যা যা প্রয়োজন:
➡️ এসএসসি পাশের রোল ও রেজিস্ট্রেশন নম্বর
➡️ একটি সচল মোবাইল নম্বর এবং
➡️ কলেজের সঠিক পছন্দক্রম
➡️ আবেদন ফি- ১৫০ টাকা
➡️ রেজিস্ট্রেশন/নিশ্চায়ন ফি ৩৩৫ টাকা
➡️ অনলাইন আবেদন- ওয়েবসাইট লিংক কমেন্টে দেওয়া আছে।
🟥 ১ম পর্যায়ের আবেদন শুরু: ২৬/০৫/২০২৪ (রবিবার)
🟥 ১ম পর্যায়ের আবেদন শেষ: ১১/০৬/২০২৪ (মঙ্গলবার)
🟥 ১ম পর্যায়ের আবেদনের ফল প্রকাশ: ২৩/০৬/২০২৪ (রবিবার)
🟥 ২য় পর্যায়ের আবেদন শুরু : ৩০/০৬/২০২৪ (রবিবার)
🟥 ২য় পর্যায়ের আবেদন শেষ: ০২/০৭/২০২৪ (মঙ্গলবার)
🟥 ২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ: ০৪/০৭/২০২৪ (বৃহস্পতিবার)
🟥 ৩য় পর্যায়ের আবেদন শুরু: ০৯/০৭/২০২৪ (মঙ্গলবার)
🟥 ৩য় পর্যায়ের আবেদন শেষ: ১০/০৭/২০২৩(বুধবার)
🟥 ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ: ১২/০৭/২০২৪(শুক্রবার)
🟥 ভর্তি শুরু: ১৫/০৭/২০২৪ থেকে ২৫/০৭/২০২৪
🟥 ক্লাস শুরু: ৩০/০৭/২০২৪
➡️সর্বনিম্ম ৫টি কলেজ এবং সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে হবে।
➡️১ম পর্যায়ে আবেদনের রেজাল্ট ১৫ দিন পরে দিবে।
➡️১ম পর্যায়ে যাদি কলেজ পছন্দ না হয় তাহলে মাইগ্রেশন অপশন থাকবে সেটি ‘Yes’ করে ভর্তি হতে পারবে মাইগ্রেশন হয়ে কলেজ পরিবর্তন হতে পারে।
➡️১ম পর্যায়ে চান্স পেলে, রেজাল্টের ৭ দিনের ভিতর অনলাইনে কলেজ কনফার্ম করতে হবে।