বৈচিত্র্যের সন্ধানী মানুষ কখনো স্হির হয়ে বসে থাকতে পারে না। প্রকৃত শিক্ষা অর্জনে শিক্ষা সফর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা সফরে অভিজ্ঞতা যেমন বাড়ে তেমনি হৃদয়ের প্রসার ঘটে।
গত ২২/১/২০২৪ তারিখ ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ এর সর্বময় সহযোগিতায় ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, প্রাক্তন সভাপতি জনাব সালমা আদিল মহোদয়ের অনুপ্রেরনায় বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করা হয়। নীল আকাশের অভ্র ছায়ায় সবুজের লীলাময় পাহাড় বেষ্টিত স্বপ্ন নগর কাঞ্চনজঙ্ঘার অল্প সময়ের স্মৃতিগুচ্ছ শিক্ষক ও শিক্ষার্থীদের অটুট বন্ধনে আবদ্ধ থাকবে আজীবন।