প্রত্যেক জাতির যেমন ইতিহাস আছে, প্রতিটি প্রতিষ্ঠানের ও তেমন একটি ইতিহাস থাকে । ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়েরও একটি ইতিহাস রয়েছে। যে মহান জ্ঞান সাধকের স্মৃতি সংরক্ষণের জন্য এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেই ইতিহাসের সূত্র ধরেই আমাদের ভবিষ্যত প্রজন্ম পরিচিত হবে । তাঁর সাধনা ও মহৎ গুণাবলীর সঙ্গে। সেই সঙ্গে সকলে এই প্রতিষ্ঠানটির কর্মধারার সঙ্গে পরিচিত হবে এবং যাঁদের উদ্যোগে ও পরিশ্রমে ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়টি তিল তিল করে গড়ে উঠেছে। সেই সব নিঃস্বার্থ সমাজ সেবকদের কথাও সবাই জানতে পারবে । যাঁদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে।
চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নের , ফতেনগর গ্রামে ১৯৭৪ ইং সালে স্থানীয় বিদ্যোৎসাহী ও সমাজ সেবক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং প্রথিতযশা আইনজীবী মরহুম আলহাজ্ব এডভােকেট বদিউল আলম ও আলহাজ্ব মরহুম সিরাজুল ইসলাম খালেদ মহােদয় এলাকাবাসীর সার্বিক সহযােগিতায় ফতেনগর শরীফুন্নেছা নজিরউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তাঁদের চেষ্ঠা সহযােগীতায় গ্রামের ছেলে মেয়েরা ধাপে ধাপে উন্নতির দিকে এগ্রিয়ে যাচ্ছে।
এক বিস্ময়কর প্রশান্তি আমার সমস্ত আত্মাকে দখল করে নিয়েছে, বসন্তের এই মিষ্টি সকালের মতো যা আমি আমার সমস্ত হৃদয় দিয়ে উপভোগ করি। আমি একা, এবং এই জায়গায় অস্তিত্বের কবজ অনুভব করি।
এক বিস্ময়কর প্রশান্তি আমার সমস্ত আত্মাকে দখল করে নিয়েছে, বসন্তের এই মিষ্টি সকালের মতো যা আমি আমার সমস্ত হৃদয় দিয়ে উপভোগ করি। আমি একা, এবং এই জায়গায় অস্তিত্বের কবজ অনুভব করি।